সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩৪:৪৭ অপরাহ্ন
ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন
সুনামকণ্ঠ ডেস্ক ::
একসময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়নকে গর্বের মনে করতেন পুলিশ সদস্যরা। তাই ডিএমপিতে বদলি হতে চেষ্টা, তদবির, চিঠি, সুপারিশের অন্ত ছিল না। অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক অধস্তন সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন। পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে সাড়ে সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বদলির আবেদনকারী এই সদস্যদের মধ্যে আছেন কনস্টেবল, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও উপপরিদর্শক (এসআই) পদের কর্মকর্তারা। তাঁরা বলছেন, ডিএমপির চাকরিতে এখন কাজের চাপ ও মানসিক চাপ দুটিই বেশি। এ জন্য তাঁরা রাজধানীর বাইরে যেতে চাইছেন। আবেদনের এই হিড়িকে পুলিশ সদর দপ্তর এ মুহূর্তে কনস্টেবল, এএসআই ও এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এরপরও চেষ্টা-তদবির থামছে না। সূত্র বলেছে, গত বছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী ঘটনাবলি ডিএমপির অধস্তন পুলিশ সদস্যদের মানসিকতায় ব্যাপক প্রভাব ফেলেছে। আন্দোলন চলাকালে এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সবচেয়ে বেশি পুলিশের স্থাপনায় হামলা হয় রাজধানীতে। কয়েকটি থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও লুট করা হয়। সহিংসতায় নিহত হন পুলিশের ৪৪ সদস্য। এসব ঘটনায় এবং সমালোচনায় মনোবল হারিয়েছে পুলিশ। ৫ আগস্টের পর পুলিশের তৎকালীন মহাপরিদর্শকসহ (আইজিপি) ৫৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার আসামি হয়েছেন সহ¯্রাধিক পুলিশ সদস্য। ডিএমপিতেও রদবদল হয়েছে। তবে অভ্যুত্থানের পর শুরু হয়েছে বিভিন্ন দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। গত জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন দাবিতে রাজধানীতে অন্তত ১৭৯টি কর্মসূচি পালিত হয়েছে। এক দিনে সর্বোচ্চ ১৭টি স্থানে একসঙ্গে বিক্ষোভও হয়েছে। এসব কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়েছে। কখনো আন্দোলনকারীদের ছত্রভঙ্গের জন্য করতে হয়েছে লাঠিপেটা। ছুড়তে হয়েছে কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড। হয়েছে পাল্টাপাল্টি ধাওয়া। ৭ এপ্রিল শিক্ষা ভবনের সামনে বিলুপ্ত বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা পুনর্বহালের দাবিতে সড়ক আটকে রাখলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। তাঁরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন কনস্টেবল। ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার এই সদস্যরা কিছুক্ষণ আগে মারমুখী ছিলেন। আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন বলেন, প্রতিদিন এটা ভালো লাগে না। কিন্তু আদেশ মানতে হবে। পরিবার কোনো ঝামেলায় না জড়াতে বলেছে। ঢাকায় কোনো আন্দোলন হলেই তাঁর মা ফোন দিয়ে কাঁদেন। সাবধানে থাকতে বলেন। কথা বলার সময় তাঁর চোখে-মুখে ছিল ক্লান্তি, হতাশা। ডিএমপির সদর দপ্তর সূত্র জানায়, ডিএমপির মোট অনুমোদিত সদস্য ৩২ হাজার ৯৮৭ জন। এর মধ্যে এসআই ২ হাজার ৫০০, সার্জেন্ট ১ হাজার ৩৩, এসআই (সশস্ত্র) ৪৮৯, টাউন সাব-ইন্সপেক্টর ৬৮, এএসআই ৪ হাজার ৮৬, সহকারী টাউন সাব-ইন্সপেক্টর ২৩৮, নায়েক ১ হাজার ৫৫৪ এবং কনস্টেবল ২২ হাজার ৪২ জন। ডিএমপিতে কর্মরতদের ৫ আগস্টের পর ঢাকার বাইরে বদলি করা হয়। বিভিন্ন জেলা ও বিভাগ থেকে অন্য সদস্যদের ডিএমপিতে আনা হয়। ওই সদস্যরাই কয়েক মাস পরই ঢাকায় থাকতে চাইছেন না। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ডিএমপির সাড়ে ৭ হাজারের বেশি সদস্য বদলির জন্য আবেদন করেছেন। যাঁদের বেশির ভাগ কনস্টেবল ও এএসআই। এসআইরাও রয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য রেঞ্জ, মহানগর ও ইউনিট থেকেও বদলির অসংখ্য আবেদন জমা পড়েছে। ১২ মার্চ পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় ডিসেম্বর পর্যন্ত সবার আবেদন বাতিল করা হয়। ওই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন স্মারকের মূলে কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পদের পুলিশ সদস্য, যাঁরা অন্যত্র বদলি হওয়ার আবেদন করেছিলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের আবেদন বিবেচিত হয়নি। শুধু পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের আবেদন বিবেচনায় নেওয়া হয়। রেঞ্জ, মেট্রোপলিটন ও ইউনিটের সব কনস্টেবল, এএসআই ও এসআইদের এই তথ্য জানাতে বলা হয়। এরপরও কেউ অন্যত্র বদলি হতে চাইলে তাঁদের আবার আবেদন করার নির্দেশ দেওয়া হয়। ১৯ মার্চ ডিআইজি কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত আরেক নির্দেশনায় কনস্টেবল থেকে এসআই পর্যন্ত বদলির বিষয়ে আবার আবেদন বাতিলের বিষয়টি জানানো হয়। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, এতসংখ্যক আবেদন জমা পড়ায় সব আবেদন মূল্যায়ন করলে বিভিন্ন ইউনিটে ফোর্স ও জনবলের ঘাটতি হতো। তাই সমন্বয় করে সব সময় বদলির আবেদন গ্রহণ করা হয়। অবশ্য পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগ বলছে, বদলির এই আবেদন স্বাভাবিক। ডিএমপির সূত্র বলেছে, ৫ আগস্টের পর ডিএমপির কনস্টেবল থেকে কমিশনার পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ডিএমপিতে ঢাকার বাইরের ইউনিট, রেঞ্জ ও বিভাগ থেকে পুলিশ সদস্যদের পদায়ন করা হয়। তাঁদের অনেকের পরিবার, সন্তান ও বাবা-মা বিভিন্ন জেলায় রয়েছেন। সন্তানেরা আগের কর্মস্থলের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তাই বেশির ভাগ সদস্য আবার বদলি হতে চাইছেন। রাজধানীতে একজন কনস্টেবল দেড় থেকে দুই হাজার টাকা বেশি বাড়িভাড়া পান। এই সুবিধার চেয়ে বেশির ভাগ আবেদনকারী পরিবারের সঙ্গে থাকাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বদলির আবেদনেও পরিবারের সঙ্গে থাকার কথাই বলেছেন তাঁরা। সূত্র জানায়, একই জায়গায় পাঁচ বছরের বেশি চাকরি করছেন এমন এসআইদের তথ্য চেয়ে ২৪ ডিসেম্বর ডিআইজি কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত একটি নির্দেশনা সারা দেশে পুলিশের সব ইউনিটে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের হালনাগাদ তথ্য নেওয়া হয়। তথ্য সংগ্রহের পর গত দুই মাস ধরে তাঁদের রদবদল করা হচ্ছে। ডিএমপির মুখপাত্র এবং জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান বলেন, অনেকে পারিবারিক কারণে যেতে চান। তবে অনেকে আবার থাকতেও চাইছেন। দুটি বিষয়ই রয়েছে। - আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ