ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার
- আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২১:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২১:৫৯ অপরাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় বাজার ও জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রাম থেকে সোমবার রাতে আজিজুল মিয়া (৪৮) ও জামরুল মিয়া (৪২) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আজিজুল মিয়ার বিরুদ্ধে ২০২২সালে ধর্মপাশা থানায় ও উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের জামরুল মিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের ঘটনায় ২০২১সালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা দুইজন পলাতক ছিলেন। সোমবার রাত ১০টা থেকে রাত একটা পর্যন্ত অভিযান চালিয়ে এই দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে এই দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ