সুনামগঞ্জ , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল তিন দপ্তরের ছুটি বাতিল গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৫১ হাজার, নিখোঁজ ১১০০০ ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার বিএনপি’র ঈদ পুনর্মিলনী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো ১১৮ বার সুনামগঞ্জ শহরের শৃঙ্খলার জন্য অগ্নি স্নানে শুচি হোক ধরা নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায় বোরো ধান কাটার ধুম, হাওরে বৈশাখী হাসি আমাদের পহেলা বৈশাখ ছাতকসহ দেশের ১০ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:০৯:৫৪ অপরাহ্ন
এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর থাকতে বলছে- এটা আমার কথা না, জনগণের কথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা উপর্যুক্ত মন্তব্য করেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায় - এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না। গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বলেন, পুলিশের ক্ষেত্রে যাবে আসবে, এটা একটা নিয়ম। মডেল মেঘনার ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে না। এটা একটা নরমাল প্রসেস, ওনি হয়তো অসুস্থ আছেন, না হলে অন্য কোনো কিছু আছে সেসব কারণে পরিবর্তন হয়েছে। পুলিশের লোগো ও পোশাক কবে থেকে কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পোশাক কার্যকর হয়ে গেছে। তবে আমরাতো অতো বড় লোক দেশ না, যে একটা পোশাক ছেড়ে নতুন একটা পরে নিলাম। এজন্য আমাদের আগের পোশাকটা আস্তে আস্তে শেষ হবে এবং নতুন পোশাক আসবে। লোগোর বিষয়টাও একই অবস্থা। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। যেহেতু এটার সাথে টাকা জড়িত, এটাতো এমন না যে আমি ফু দিলাম হয়ে গেলো। উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামে বৈশাখ উদযাপন নিয়ে যে ঘটনাটা ঘটল সেটা নিয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে যে একটা ছোট ঘটনা ঘটছে সেটা সত্যি ঘটনা। এ বিষয়ে আমি চট্টগ্রামের ডিসি, কমিশনারের সাথে কথা বলেছি ঘটনাটা না ঘটাই উচিত ছিলো। যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেই চেষ্টা করবো। আপনাদের এতো সতর্কতার মধ্যেও কারা এ ধরনের ঘটনা ঘটালো জানতে চাইলে তিনি বলেন, আমরা সতর্ক থাকি, চেষ্টা করে যাচ্ছি। তারপরও যদি চেষ্টার ত্রুটি থাকে তাহলে আপনারা বলেন কোথায় কোথায় চেষ্টার ত্রুটি ছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স