সুনামগঞ্জ , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকা জব্দ, গ্রেফতার ৪ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পাউবো-ঠিকাদার যোগসাজশে নামমাত্র কাজ, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা, শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল দিরাইয়ে সুলফির আঘাতে যুবক নিহত ঝুলে আছে খাসিয়ামারা সেতু নির্মাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ নিয়ন্ত্রণরেখা উত্তপ্ত, ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি সিলেট বিভাগে ৪৯ শতাংশ ধান কাটা শেষ রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ নারী আটক হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক বোরো’র ঘ্রাণে মুখর হাওর মেঘালয়ে পরিবেশ বিনাশের দায় মেটাচ্ছে তাহিরপুর উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে

নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায়

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৯:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন
নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায়
আজ পহেলা বৈশাখদিনপঞ্জির পাতা বদলালেও মানুষের অন্তরের অনুভব আর জীবনের লড়াই থেকে যায় অতীতের মতই
তারপরও আমরা বলি এই দিনটিই যেন বাঙালির কাছে বিশেষ দিন, বিশেষ কিছু। এই একটি দিনেই আমরা পুরোনো দিনের কষ্ট আর ক্লান্তিকে অগ্নি স্নানে ধুয়ে ফেলতে চাই। অতীতে অনেক কিছুইতো ঘটে যায় প্রিয়জন হারানো, জীবনের জটিলতা, সমাজের বঞ্চনা, না বলা কথা আর বুক ভরা ব্যথা।
কিন্তু বৈশাখ আসে যেন এক চির নবীন বন্ধুর মতো। আমাদের বুকে জমে থাকা বিষণ্ণতা মুছে দিয়ে বলে চলো আবার শুরু করি।
নববর্ষ আমাদের জীবনে আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। আত্মার গভীরে আলো জ্বেলে দেয়। মনে করিয়ে দেয় আমরা হারিয়ে যেতে আসেনি। বৈশাখ আসে আশার আলো নিয়ে বাঁচতে। এ দিনের পান্তা-ইলিশ খাওয়ার চেয়ে বড় ব্যাপার হলো, এই দিনে আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে শুভেচ্ছা জানাই। কেউ পরিচিত, কেউ অপরিচিত।
এবার নববর্ষে আমাদের জন্য নতুন পোষাক নয়, পরিধান করি নতুন মানসিকতা, হিংসা নয় ভালোবাসা, বিভাজন নয় একতা, ক্রোধ নয় ক্ষমা হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার।
নতুন বছরের প্রথম সূর্যটা দেখে মনে হয় বাঙালি জীবনে আশার আলোয় ঝলমল হয়ে ফুটে ওঠেছে, হাওরে হাওরে হালকা বাতাসে ধান গাছের কী সুমধুর শব্দ, ধানের সুঘ্রাণ, পাখিদের কিচির-মিচির আর দূর থেকে ভেসে আসা ঢাকের ধ্বনি এসব মিলিয়ে মনে হয় বৈশাখ এসেছে বুকে এক নতুন সুর বয়ে নিয়ে। তখনই নববর্ষ জানিয়ে দেয় এটা কোনো বিলাসিতা নয়, এটা হৃদয়ের উৎসব, সম্পর্কের এক নবজন্ম।
আমাদের সমাজে অনেক কষ্টই লুকিয়ে আছে, অভাব, বেকারত্ব, নানা সংকট-সীমাবদ্ধতা সবকিছু থেকে যায় বছরের পর বছর। নববর্ষ শুধু আমাদের বার্তা দেয় জাগরণের। এই ডাক যদি স্বার্থক হয়ে উঠতো, তাহলে সমাজ, দেশ, জাতি এতো পিছিয়ে পড়তো না। আসুন আমরা সবাই মিলে এমন এক দেশ গড়ি, যেখানে বৈশাখ শুধু আনুষ্ঠানিকতা নয়- মানুষের জীবনে সত্যিকার পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে উঠবে।
নববর্ষ বাঙালির জীবনে শুধু একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐহিত্য এবং জাতিসত্তার এক গৌরবময় স্মারক। এ দিনে গ্রামের মেঠোপথ থেকে শহরের রাজপথ সবই রঙে, বর্ণে আনন্দে ভরে উঠুক। নতুন বছরে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিÑ যেখানে প্রতিটি মানুষ সমমর্যাদা পায়, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে।
পহেলা বৈশাখে আমরা উৎসব আর আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, নতুন করে দেশ গঠনের সংকল্প গ্রহণের এটি একটি চমৎকার সময়, এ সময়ে বাঙালিত্বপনা দেখিয়ে দেশ গঠনের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারি। যা সর্বক্ষেত্রে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে। যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দেশীয় সাংস্কৃতি ও পণ্যের প্রচার, সামাজিক সংহতি গড়ে তোলা, নতুন পরিকল্পনা আন্তমূল্যায়ন, শিক্ষা ও সচেতনতা প্রচার, নতুন উদ্যোগে অংশগ্রহণ, হিংসা ও বিভেদের সমালোচনা ও নিন্দা জানানোর অভ্যাস গড়ে তোলা।
আসুন বিগত বছরের ভুলত্রুটি থেকে শিক্ষা নেই এবং নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। শিশু-কিশোর আর নবীনদের মাঝে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিয়ে বলি হে নবীন আজি বছরের, সপ্তাহের, মাসের প্রথম দিন। আকাশে এ দিনে ভোরের সূর্য লাল হয়ে উদিত, সন্ধ্যায় চাঁদ-তারার উজ্জ্বলের প্রতিযোগিতা, আমরাও উজ্জ্বলতার স্পর্শে উজ্জ্বল হয়ে উঠি। চলো সকলই বিগত বছরের ভুলত্রুটি থেকে শিক্ষা নেই এবং নতুন করে এগিয়ে যাই, আজি এ নববর্ষে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স