সারাদেশে জুমার নামাজ দেড়টায় পড়ার নির্দেশনা
- আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের সব মসজিদে জুমার নামাজ বেলা ১টা ৩০ মিনিটে আদায় করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
আ. ছালাম খান বলেন, কোনো একজন নাগরিক যখন তাঁর নিজ এলাকার বাইরে কাজে কিংবা বেড়াতে যান, তখন জুমার নামাজের সময় নিয়ে দুশ্চিন্তায় পড়েন। কারণ, দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ ভিন্ন ভিন্ন সময়ে আদায় করা হয়।
মহাপরিচালক আরও বলেন, এ জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা অনেক সময়ই জুমার নামাজ আদায় করতে পারেন না। এ কারণে ধর্ম উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সারা দেশে জুমার নামাজ দুপুর দেড়টায় পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ