ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ
- আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ফিলিস্তিনের গাজা ও রাফা এলাকায় ইসরাইলি বর্বরোচিত হামলায় শিশু, মহিলা ও নিরপরাধ বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে দেশব্যাপী জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আলোকে সুনামগঞ্জেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জেলা জাতীয় মহিলা পার্টিসহ সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির। বক্তব্য রাখেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন ও চাঁন মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সাব্বির আহমদ, জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, মুর্শেদ আলম, শাহীন আহমদ, আলীম মিয়া, ফয়সল আহমদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবি, ফারুক আহমদ, মুরাদ মিয়া, এনামুল হক শাহরুখ, আলীম উদ্দিন, রতন মিয়া, কমরুন মিয়া, নান্নু তালুকদার, শওকত মিয়া, জমশেদ মিয়া, মহিলা নেত্রী ফরিদা বেগম, মমতাজ বেগম।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ