সুনামগঞ্জ , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকা জব্দ, গ্রেফতার ৪ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পাউবো-ঠিকাদার যোগসাজশে নামমাত্র কাজ, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা, শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল দিরাইয়ে সুলফির আঘাতে যুবক নিহত ঝুলে আছে খাসিয়ামারা সেতু নির্মাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ নিয়ন্ত্রণরেখা উত্তপ্ত, ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি সিলেট বিভাগে ৪৯ শতাংশ ধান কাটা শেষ রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ নারী আটক হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক বোরো’র ঘ্রাণে মুখর হাওর মেঘালয়ে পরিবেশ বিনাশের দায় মেটাচ্ছে তাহিরপুর উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে

গৌরারংয়ে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
গৌরারংয়ে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের অ্যাপ্রোচে মাটি ভরাটের কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। অ্যাপ্রোচে মাটি ভরাটসহ ব্রিজ নির্মাণের বরাদ্দ হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। ফরিদপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্ড ব্রাদার্স কনস্ট্রাশন এই ব্রিজ ও অ্যাপ্রোচের কাজ সম্পন্ন করছে। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, সোনাপুর বাজারের পাশে দিয়ে বয়ে যাওয়া গজারিয়া খালের পাড়ে সরকারি জায়গায় এস্কেভেটর দিয়ে একাধিক স্থানের মাটি কেটে সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের অ্যাপ্রোচে মাটি ভরাট করা হয়েছে। এছাড়াও ব্রিজের নিচে পশ্চিম দিকে শাক্তারপাড় খালের একাধিক স্থান থেকে খনন করে মাটি উত্তোলন করা হয়েছে। কিন্তু মাটি ভরাটের পর রোলিং করা হয়নি, দুর্মুজ করা হয়নি, গার্ডওয়াল দেওয়া হয়নি, উভয় দিকের অ্যাপ্রোচে আড়াই ফুট মাটি কম ফেলা হয়েছে। অ্যাপ্রোচের মাটি আটকানোর কোনো ব্যবস্থা করা হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড পাওয়া যায়নি। গত বৃহ¯পতিবার রাতের বৃষ্টিতে বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে একেবারে ব্রিজের গোড়ায় গর্ত সৃষ্টি হয়েছে। উভয় দিকের অ্যাপ্রো জুড়ে মাটি ঢলে পড়েছে। এ সময় স্থানীয়রা অনিয়মের অভিযোগ তোলে ধরে জানান, মাটির ঠিকাদার মতিবুর রহমান, সোনাপুরের ইসমাইলসহ আরও কয়েকজনে এই মাটি ভরাটের কাজ করেছেন। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। কারণ ঝামেলা সৃষ্টি হবে নিজেদের মধ্যে। তাই কেউ কথা বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ৪ লাখ ৩০ হাজার ঘন ফুট মাটি ভরাটের মধ্যে মাত্র ২ লাখ ৮০ হাজার ঘনফুট মাটি ভরাট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মাটি ঠিকাদার মতিবুর রহমান বলেন, আমি আসমান থেকে মাটি এনে অ্যাপ্রোচে ফেলেছি। আপনাদের কোনো সমস্যা। ফরিদপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্ড ব্রাদার্সের ঠিকাদার ইসমাইল হোসেন বলেন, সদর উপজেলার গৌরারং ইউপি’র সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের কাজে কোনো অনিয়ম হয়নি। বিগত ২০২৩ সালের শেষের দিকে অর্থাৎ ১ বছর আগে শুরু হওয়া কাজের মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। সব কাজ শেষ হলে সমজে দেওয়া হবে এলজিইডি কর্তৃপক্ষকে। সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, গৌরারং ইউনিয়নের সোনাপুর-শাক্তারপাড় ব্রিজ ও অ্যাপ্রোচে মাটি ভরাটের জন্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজের মেয়াদ শেষ কিন্তু কাজ শেষ হয়নি। আগামী জুন পর্যন্ত সময় বাড়ানো হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স