দোয়ারাবাজারে তৌহিদী জনতার বিক্ষোভ
- আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৫৩:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৫৩:০০ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনীদের সাথে সংহতি প্রকাশ করে সারাদেশের ন্যায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দলেরগাঁও পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যার দায়ে নরপিশাচ ইসরায়েলকে কঠোর খেসারত দিতে হবে। অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করে জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলজার হোসেন, হোসাইন আহমদ, তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হারিছ মিয়া, জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ, আল আমিন, জাকির হোসেন, মজিবুর রহমান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ