সুনামগঞ্জ , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণœ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

দেশের মানুষ ইসলামের শাসন দেখবে: চরমোনাই পীর

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৪:০১ পূর্বাহ্ন
দেশের মানুষ ইসলামের শাসন দেখবে: চরমোনাই পীর
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ বিভিন্ন দলের বিভিন্ন ধরনের শাসন দেখেছে। বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। তিনি বলেছেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। যে যতো স্বপ্নই দেখুক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়া কঠিন। মুফতি রেজাউল করীম শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহে দলের জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন যশোর জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম। মুফতি রেজাউল করীম বলেন, বিভিন্ন সময় শাসক গোষ্ঠী আলেমদের বোকা পেয়ে ধোঁকা দিয়েছে, ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ধোঁকায় পড়েনি। ইসলাম নামক নীতি-আদর্শ যতক্ষণ বাংলার মাটিতে শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কল্যাণ আসতে পারে না মন্তব্য করে তিনি বলেন, আমরা কখনই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবো না। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ, ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়। মুফতি রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা এই দেশে বাস্তবায়িত হতে দেখিনি। বরঞ্চ এদের পরিচালনায় চুরি-দুর্নীতিতে দুনিয়ার মধ্যে দেশ পাঁচবার প্রথম স্থান অধিকার করেছে। এদের পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় ঘরের ভেতরে মানুষ খুন হতে দেখেছি। হাজার হাজার মা সন্তানহারা হয়েছে। অনেক সন্তান এতিম হয়েছে। মেহনতি মানুষের স¤পদ বিদেশে পাচার করে তারা ধনী হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট, বিদেশের তাবেদার, এজেন্ডা বাস্তবায়নকারী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত বছরের ৫ আগস্ট বিতাড়িত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্ররা ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নামায় তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সময়ে ঘোষণা দিয়ে সংগ্রামে নেমেছিল। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, দল প্রতিষ্ঠার পর থেকে আমাদের দলের একজনও সংসদে যায়নি। তার মানে কি আমাদের শক্তি নাই? আমাদের দল দুর্বল? কোনো ধান্ধাবাজদের সংসদের যাওয়ার কোনো সিঁড়ি হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর হবেও না। আমরা আওয়ামী লীগের শাসনও দেখেছি, বিএনপির শাসনও দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি। আপনাদের এখন ইসলামের শাসন দেখা বাকি। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় দেশের জনগণ। জনসমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (খুলনা বিভাগ) মাওলানা মো. শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নূরুল, অধ্যক্ষ নাজমুল হুদা, অ্যাডভোকেট বায়েজিদ হুসাইন প্রমুখ। জনসমাবেশ শেষে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা

ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা