কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে : ড. আসাদুজ্জামান রিপন
- আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:০৩:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:০৩:২১ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ২৪ গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাক্সক্ষা বাস্তবায়ন দেখতে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক যাতে নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া।
তিনি বলেন, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোনও মোগল সম্রাট, কোনও জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে ৫ বছরের জন্য। তিনি মনে করবেন আমি তো ৫ বছরের জন্য জমিদার হয়ে গেছি। আমরা এই ব্যবস্থা চাই না।
সমাবেশে লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ