সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

একটি পয়েন্টের অল্প গল্প

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:৫৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন
একটি পয়েন্টের অল্প গল্প
মোহাম্মদ আব্দুল হক::
ছোট্ট শহর সুনামগঞ্জ। যখন মহকুমা টাউন ছিলো তখন - তো ছোটো ছিলো-ই। পরে যখন জেলা শহর হিসেবে প্রকাশিত হলো তখনও ছোটো শহর সুনামগঞ্জ। পুরাতন পৌরসভা এলাকার আয়তন বেড়েছে ঠিকই, তারপরও সুনামগঞ্জ পৌরসভা শহর হিসেবে এখনও সুনামগঞ্জ সেই ছোটো শহরই। এই শহরের অল্প কয়েকটি পয়েন্ট আছে; তবে প্রতিটি পয়েন্টের রয়েছে হাজার হাজার গল্প। এখানে একটি পয়েন্টের গল্প বলতে ইচ্ছে করছে। সুনামগঞ্জ শহরের ঠিক মধ্যে আছে একটি বালিকা বিদ্যালয়, নাম হচ্ছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বজনের মুখে ‘গার্লস ইস্কুল’ হিসেবে পরিচিত। এই স্কুলের অগ্নি কোণে একটি পয়েন্ট আছে যেটিকে আমরা গার্লস ইস্কুলের পয়েন্ট নামে চিনতাম। গার্লস ইস্কুলের কিছুটা উত্তরে সুরমা নদীর একেবারে কাছাকাছি একটি স্কুল আছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এটি পুরোপুরি ছেলেদের স্কুল। এই উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম বা দশম শ্রেণির ছেলেদের বয়সী আকর্ষণ গার্লস ইস্কুলের দিকে থাকাটা ছিলো স্বাভাবিক। এমন ছাত্র খুব কমই পাওয়া যাবে যারা টিফিন পিরিয়ডের সময়ে জীবনে কমপক্ষে একবার হলেও ওই গার্লস ইস্কুলের পয়েন্ট ঘুরে আসেনি। গার্লস ইস্কুলের অষ্টম, নবম বা দশমের মেয়েরাও যে তাদের ক্লাস রুমের জানালা দিয়ে তাকাতো না বা একবার হলেও একটু দূরের রাস্তা ধরে হেঁটে যাওয়া সুন্দর ছেলের দিকে তাকিয়ে দেখেনি সেটা-ই-বা বলি কেমন করে। হ্যাঁ, কেউ কেউ হয়তো প্রেমের টানেও ওই সময় গার্লস ইস্কুলের রাস্তা দিয়ে ঘুরে আসতো। শিশু বয়স বা বাল্যকালের ওই ধরনের প্রেমের টানকে ইনফ্যাচুয়েশন বা মোহগ্রস্ততা বা মায়া বলা যেতে পারে। এ কারণেই গার্লস ইস্কুলের পয়েন্ট ছেলেদের মুখে মুখে এক অতি পরিচিত পয়েন্ট হয়েছিলো। সে যা-ই হোক। এক সময় সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হলেন কবি দেওয়ান মমিনুল মউজীন। তিনি ওই গার্লস ইস্কুলের পয়েন্টের গুরুত্ব বুঝতে পেরে, ওই পয়েন্টে বকের ভাস্কর্য স্থাপন করলেন। পয়েন্টের মধ্যখানে একটা জলাধার এবং তাতে চারটি সাদা বক। বেশ দৃষ্টিনন্দন। সেই থেকে ধীরে ধীরে সুনামগঞ্জের গার্লস ইস্কুলের পয়েন্ট হয়ে গেল ‘বক পয়েন্ট’। যেহেতু এধরনের সৌন্দর্য্য সুনামগঞ্জে এটি প্রথম প্রকাশ হয়েছে, তাই মানুষের কৌতূহল বেড়েছিলো এবং মুখে মুখে বক পয়েন্ট নামটি প্রচার হতে থাকে। অনেক মানুষ ক্যামেরা নিয়ে তখন ওই বক পয়েন্টে গিয়ে বকের ভাস্কর্য নিয়ে ছবি তুলেছে। এভাবেই চললো বহু বছর। এক সময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক আয়ূব বখত জগলুল। তিনিও মধ্য শহরের ওই পয়েন্টের গুরুত্ব অনুধাবন করে, সেখানে আরো সুন্দর কিছু করায় মনোযোগ দিলেন। বক পয়েন্টের আয়তন বর্ধিত করেছেন এবং আরো সুন্দর করে সাজিয়ে নামকরণ করেন একজন বীর মুক্তিযোদ্ধার নামে ‘হোসেন বখত চত্বর’। আমার ভালো লেগেছে এখন মানুষ ধীরে ধীরে ইংরেজি শব্দ পয়েন্ট বলা বাদ দিয়ে একান্ত আমাদের নিজস্ব বাংলা শব্দ চত্বর বলতে শিখে যাচ্ছে। হ্যাঁ, তিনি তাঁর সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন দৃষ্টিনন্দন কাজ মানুষকে, পৌরবাসীকে উপহার দিয়েছেন। প্রিয় পাঠক, আমার বিয়ের বরযাত্রার গাড়ি বহর যখন ১৯৯৭ খ্রীষ্টিয় সালের ২ মে দুপুরে ওই পয়েন্ট ঘুরে যাচ্ছিলো তখন ভিডিওতে বক পয়েন্টের দৃশ্য ধারণ করা হয়েছিলো এবং ইয়াশিকা ক্যামেরায় বক পয়েন্টের ছবি উঠানো হয়েছিলো। অনেক বছর পরে সিডি প্লেয়ার চালিয়ে দেখে মনে পড়ে গেল। তাই অল্প গল্প করলাম। সবার জন্যে ভালোবাসা। [লেখক: মোহাম্মদ আব্দুল হক, কলামিস্ট ও সাহিত্যিক]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল