দিরাইয়ে অধ্যক্ষ পংকজ রায়কে অবাঞ্ছিত ঘোষণা
- আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৫:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৫:২৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ের জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অধ্যক্ষ পংকজ রায়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতা বিভিন্ন দাবি নিয়ে কলেজে উপস্থিত হলে অভিযুক্ত অধ্যক্ষকে পাওয়া যায়নি। পরে ছাত্র-জনতা বিতর্কিত অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন। উলে¬খ্য বিগত ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পটপরিবর্তনের পর থেকে তিনি কলেজে অনুপস্থিত রয়েছেন।
জগদল কলেজের বাংলা প্রভাষক বদরুজ্জামান সরদার জানান, বিগত দিন কেন আসেননি জানিনা। তবে ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নিতকরণসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসলেও তিনি অদৃশ্য কারণে কালবিলম্ব করতে থাকেন বলে অভিযোগ আছে। কলেজে অনিয়মিত উপস্থিতি, উপবৃত্তির একাউন্ট বাবদ টাকা নেওয়া, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার উপর। এমনকি তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকরী ভূমিকা নেননি বলে ছাত্র-জনতা ও এলাকাবাসী মনে করেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা এসময় অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে রাখেন। এ ব্যাপারে অধ্যক্ষ পংকজ রায়ের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ