সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ গাজার ৫০% ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছে ফিলিস্তিনিরা মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত হত্যা মামলায় জামিনে এসে বাদীকে হত্যার হুমকি জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:২৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:৩০:২১ পূর্বাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ
সুনামকণ্ঠ ডেস্ক ::
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেইপ্রতিদিনই ঝরছে। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও
ওই দিকে বিশ্বমোড়লরা নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের ‘ঘুম ভাঙাতে’ সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও ফুঁসে উঠেছে জনতা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সুনামগঞ্জ। এ সময় ‘হাসবে গাজার শিশু, কাঁদবে নেতানিয়াহু’, ‘ধ্বংস ধ্বংস ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক', ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। এছাড়া ইসরায়েলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়া জেলায় পালিত হয় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খ- খ- বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ারে এসে জমায়েত হয়। এরপর সেখানে সমাবেশ করেন তাওহিদী জনতা। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানানো হয় এবং গাজাকে রক্ষার পাশাপাশি দাবি ওঠে ইসরাইলের বিচারের। ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইমাম উদ্দিন, মুফতি আব্দুল হক আহমদি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান হাকিমী, মাওলানা ইলিয়াস আহমদ গুলেনুর, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা জসিম উদ্দিন সুনামগঞ্জী, মাওলানা বেলাল আহমদ হেলালী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী খান, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মুফতি মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, সাংবাদিক মাসুম হেলাল, দেওয়ান গিয়াস চৌধুরী, আমিরুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান, হাফিজ ফেদাউর রহমান, মোহাম্মদ শিব্বির আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গাজায় যেভাবে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। ইসরায়েলকে এই গণহত্যার জন্য চরম মূল্য দিতে হবে। এসময় বক্তারা ফিলিস্তিনের পাশে বিশ্বের বিবেকবান মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন, গাজায় ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞ হচ্ছে কিন্তু জাতিসংঘ নীরব ভূমিকায়। নারকীয় হত্যাকা-ের প্রতিবাদ ও হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে জাতিসংঘকে বার্তা পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বক্তারা বলেন, অচিরেই এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘটিত হওয়ার শঙ্কা রয়েছে। আর এই যুদ্ধে অংশগ্রহণে দেশের লাখ লাখ মুসলিম জনতা প্রস্তুত রয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইসরায়েলকে প্রতিহত করার আহ্বান জানানো হয়। জামালগঞ্জ : ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে অর্ধ দিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদর ও সাচনা বাজারে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-ওলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ হাজার-হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেট প্রাঙ্গণ ও সাচনাবাজারে পৃথক পৃথকভাবে সমবেত হন। এছাড়াও উপজেলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সিদ্ধান্তে সোমবার সাপ্তাহিক হাটবার থাকা সত্বেও তৌহিদী জনতার সাথে একাত্মতা ঘোষণা করে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা সোমবার অর্ধ দিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এবং কেউ কেউ মিছিলে অংশগ্রহণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেন। এদিকে জামালগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সদস্য এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সদস্য মো আতিকুর রহমান, যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মু. আলতাফুর রহমান, উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান আলাল, নয়াহালট মসজিদের ইমাম মাওলানা সালমান আহমদ, ছাত্রনেতা মাসুম আহমদ। এদিকে সাচনা বাজারে বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন সাচনা বাজার বণিক সমিতির সহসাধারণ স¤পাদক মো. সেলিম আহমদ, আল ইনসাফ ইসলামি যুব সংঘের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ আক্কাস, সাধারণ স¤পাদক কাজী আ. রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুহিব্বুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণ, জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, কোষাধ্যক্ষ মহসিন কবির ও হাফিজ জুবায়ের আহমদ প্রমুখ। এসময় শত শত তৌহিদী জনতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করতে না পেরে ধ্বংস করার পাঁয়তারা করছে। মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি। বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে ইহুদিবাদী ইসরাইলের যত পণ্য আছে সেগুলো বর্জন করার আহবান জানান। বিক্ষোভ মিছিল শেষে বিশ্বব্যাপী শান্তির জন্য মোনাজাতের মাধ্যমে আপাতত কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

ধর্মপাশা : ধর্মপাশা উপজেলা সদরে গতকাল সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে এবং গাজাবাসীদের আহূত হরতালের সমর্থনে ধর্মপাশা উপজেলা সম্মিলিত উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টার দিকে মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত উলামা পরিষদের উপজেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সাধারণ স¤পাদক মাওলানা মুখলেছুর রহমানের সঞ্চালনে বক্তব্য দেন মাওলানা মাহমুদ মজুমদার, হাফেজ আজিজুর রহমান, মুফতি যোবায়ের আলম, মুহসীন উদ্দীন, হাবিবুল্লাহ মাহমুদ, হাফেজ তাওফীক আহমদ প্রমুখ। তাহিরপুর নাগরিক পরিষদ : নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছেন তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটস্থ নেতৃবৃন্দ। তাহিরপুর নাগরিক পরিষদের উপদেষ্টা বাবলু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. ইমাম হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ রফিক উদ্দিন তালুকদার জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলীমান আখন্দ, সহ অর্থ সম্পাদক তাজ উদ্দিন, সদস্য তুষার আহমদ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ। দিরাই : ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে দিরাইয়ে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দিরাই পৌরশহরের সকল দোকান, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দিনভর তৌহিদী জনতা শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। মিছিলে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলামসহ ছাত্র-জনতা অংশ নেন। বিকেলে পৌরশহরের থানা পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ বক্তৃতা করেন। এছাড়া গ্রামের বিভিন্ন বাজারে ও তৌহিদী জনতা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স