সুনামগঞ্জ , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৫:০২ পূর্বাহ্ন
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
সুনামকণ্ঠ ডেস্ক :: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিজ্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় বাটার শোরুমে লুটপাট হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিলেটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মীরবক্সটুলা এলাকায় রয়েল পার্ক হোটেল ও কেএফসি ভাঙচুর করা হয়। এরপর নগরীর পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার, দরগাহ গেইটসহ আম্বরখানা এলাকার বাটার শোরুম, সুবিদবাজার এলাকার ইউনিমার্ট ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জার প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সময় দরগাহ গেট ও পূর্ব জিন্দাবাজারের বাটার শোরুম ভাঙচুরের পাশাপাশি লুটপাট করতে দেখা যায়। জানা যায়, সোমবার দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন ছাত্র ও ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে মিছিল নিয়ে আসেন। সেখান থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রথমে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে মীরবক্সটুলা এলাকার কেএফএসিতে ভাঙচুর করেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ পানীয় নষ্ট করার পাশাপাশি রয়েল পার্ক হোটেল ভাঙচুর করেন। এরপর বিক্ষিপ্তভাবে বাটা শোরুম ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পরে ভাঙচুর চালান আম্বরখানা এলাকার ইউনিমার্টে। এতে ওইসব প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়। সিলেট কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর যাতে অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে, সেজন্য বাড়তি নজরদারি রয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ