ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির শোকসভা
- আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:১১:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:১১:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শোকসভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান স¤পন্ন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সিনিয়র সদস্য সমর উদ্দিনের মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ শামছু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোহাম্মদ আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ বাদশাহ মিয়া। এসময় সভায় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক আলহাজ্ব বুলবুল আহমদ, মজিদ মিয়া,আলমগীর হোসেন, মোহাম্মদ জালাল মিয়া, হোসাইন আহমদ হোসেন, জসিম উদ্দিন সালমান, আব্দুল আজিজ সুজন, কমর উদ্দিন প্রমুখ।
শোকসভায় সমর উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে তার স্মৃতিচারণ করা হয়। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
শোকসভা শেষে সমর উদ্দিনের সমিতিতে থাকা সঞ্চয় ও আমানতসহ অনুদানের টাকার চেক তার ছেলে মোহাম্মদ আলীর হাতে হস্তান্তর করেন সমিতির সভাপতি শামছু মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ