সুনামগঞ্জ মডেল একাডেমির ক্বিরাআত প্রশিক্ষণ সম্পন্ন
- আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ মডেল একাডেমিতে আনজুমানে তালীমুল কোরআন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান শুক্রবার সকালে সুনামগঞ্জ মডেল একাডেমিতে মাসব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল একাডেমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু।
ভাইস প্রিন্সিপাল ক্বারি মাওলানা আতাউল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল একাডেমির ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আবিদ আলী, শিক্ষক ক্বারি মাওলানা মুফতি সাঈদ আহমদ, ক্বারি মাওলানা আব্দুল কাদির। আরো উপস্থিত ছিলেন ক্বারিয়া আলিমা সুমাইয়া সাফা, জ্যোৎ¯œা বেগম, তাসমিয়া জান্নাত, মিফতাহুল জান্নাত, মুহাম্মদ তানজিম আহমদ, মিনহাজ আহমদ, ফাহিম আহদ, আরাফ চৌধুরী সামী, মুহাম্মদ রওনক প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ