ধর্মপাশায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ
- আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী, উত্তরবীর, বীর দক্ষিণ পূর্বপাড়া, বীর দক্ষিণ পশ্চিমপাড়া, বীর দক্ষিণ প্রচারপাড়া, বীর দক্ষিণ নতুনবাড়ী, মাটিকাটা ও ফুলুর এই আটটি গ্রামের এক হাজার দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই আটটি গ্রামে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। সায়াদ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সায়াদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রমিনুল হক সায়াদ, সেলবরষ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ওলি উল্লাহ, মাটিকাটা গ্রামের বাসিন্দা আহম্মদ আলী, ইয়াসিন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জহিরুল ইসলাম, জুবায়ের প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ