পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা
- আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:০১:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:০১:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় মুজিব পল্লীর পাশের জমিতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধানে বিষ প্রয়োগ করে ১০টি রাজহাঁস, কয়েকটি কবুতর মেরে ফেলেছে। রাজহাঁস অসুস্থ রয়েছে আরও প্রায় ২০টি। বুধবার বিকেলে মুজিব পল্লীর পাশে পতিত জমিতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে বুধবার রাতে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন হাঁসের মালিক ও আলী নুরের স্ত্রী রোকেয়া বেগম।
অভিযোগ থেকে জানাযায়, রোকেয়া বেগমের পরিবারের সাথে লালপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীরের (৩৭) দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জের ধরে সুকৌশলে পতিত জমিতে বিষ মাখা ধান ছিটিয়ে রাখে। পরে রাজহাঁস ও কবুতর খেয়ে ফেলে এই ধান। সাথে সাথে কয়েকটি কবুতর মারা যায় এবং প্রায় ৩০টি রাজ হাঁস অসুস্থ হয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১০টি রাজহাঁস মারা যায়।
অভিযোগের ব্যাপারে জানতে জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
রাজহাঁসের মালিক রোকেয়া বেগম বলেন, লালপুর গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে আমাদের দীর্ঘদিন যাবত ঝগড়া লেগেই আছে। এই জেরে এখন পতিত জমিতে ধানে বিষ প্রয়োগ করে আমার রাজহাঁসগুাে মেরে ফেলেছে। আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
সুনামগঞ্জ সদর মডেল থানার এস. আই মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ