বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন
- আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদশাগঞ্জ ক্রিকেট লীগ টুর্নামেন্ট সিজন -২ শুরু হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী যুবকরা এই টুর্নামেন্টের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।
টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য জহিরুল হকের সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর স¤পাদক হামিদুল ইসলাম রতন, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আমিরুল ইসলাম, বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া, জুয়েল মিয়া, আয়োজক কমিটির সদস্য রিফাত হাসান জনি, অলিউজ্জামান সুমন, হামিম আহমেদ, রিফাত জামিল রিয়াদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ