স্টাফ রিপোর্টার ::
আল-আকসা কিন্ডার গার্টেনের মাসব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় পাঠ্যক্রম সিলেবাসের সমন্বয়ে আধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া ঐতিহ্যবাহী আল-আকসা কিন্ডার গার্টেনে আন্জুমানে তালীমুল কোরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আল-আকসা কিন্ডার গার্টেন ক্যাম্পাসে মাসব্যপী ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, কেন্দ্র পরিচালক মাওলানা ক্বারী আলী খাঁনের সভাপতিত্বে ও মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয় প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসাইন, মাওলানা ক্বারী আতাউল হক, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, কেন্দ্র শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা শরিফুজ্জামান সুমন আহমদী, হাফেজ হাসান মাহমুদ, মোঃ আব্দুল ওয়াহাব, শাকিল আহমদ রাজু, মাওলানা ফরিদ আহমদ, হোসাইন আহমদ খোকন, মোঃ আব্দুল জলিল, শফিকুল বারী, আনোয়ার হোসেন, মিজানুর রহমানসহ শিক্ষার্থীদের অভিভাবকগন।
এসময় শিক্ষার্থীদের অভিভাবক তাদের স্ব স্ব বক্তব্য তুলে ধরে বলেন, প্রতিটি সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পিতা মাতার পর একজন শিক্ষকের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। আল-আকসা কিন্ডারগার্টেন ও তাঁদের শিক্ষকরা প্রতিটি সন্তানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকায় কাজ করে যাবে বলে তারা বিশ্বাস করেন।
এসময় কোমলমতী শিক্ষার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণের ফলাফলে শতভাগ সাফল্য ও মেধাক্রমানুসারে ক্রেষ্ট গ্রহন করে আনন্দ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
আল-আকসা কিন্ডার গার্টেনের ক্বিরাআত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
- আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০৩:১৪:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০৩:৩২:১৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ