সুনামগঞ্জ , শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জাতীয় গণহত্যা দিবস পালিত

জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:৩২:২০ পূর্বাহ্ন
জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার ::

জামালগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে
উপজেলার সদর ইউনিয়নের মান্নানঘাট বাজারের পাশে একটি ভাড়া দেওয়া স’মিলের জায়গা ফেরত পাচ্ছেনা ওই জায়গার আরএস রেকর্ডভুক্ত মালিক মো. কামাল মিয়া। তিনি সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার ও তার জায়গা ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৬ সালের জুলাই মাসে সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁনের মধ্যস্থতায় তারই আত্মীয় একই গ্রামের মৃত মনোয়ার হাসানের ছেলে মো. শহীদুল্লাহর কাছে স’মিল স্থাপনের জন্য ৫ বছর মেয়াদে চুক্তি করে জায়গা ভাড়া দেন ভুক্তভোগী জায়গার মালিক মো. কামাল মিয়ার ছোট ভাই জালাল মিয়া। তখন কথা ছিল ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছেড়ে দেওয়ার। কিন্তু ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছাড়ার কথা বললে শহীদুল্লাহ বিভিন্নভাবে এড়িয়ে যান। নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় ৫ বছর হলেও ভাড়াটিয়া শহীদুল্লাহর কাছ থেকে জায়গা ফেরত পাচ্ছেনা ভূমির মালিক কামাল মিয়া। তৎকালীন ভাড়া নেওয়ার সময় সাক্ষী ও মধ্যস্থতাকারী লাল চাঁনকে জায়গা ছাড়ার ব্যাপারে বললে তিনি উল্টো তার আত্মীয়স্বজন নিয়ে ভাড়াটিয়া শহীদুল্লাহকে জায়গা দখল রাখতে সহযোগিতা করেন। শহীদুল্লাহ তার নিকটাত্মীয় বলেই লাল চাঁন এধরনের কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মো. কামাল মিয়া।
বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সুরাহা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। তাছাড়া পরিবেশের লাইসেন্সবিহীন স্থাপন করা স’মিলটি সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করা হয়।
ভূমির তপশীল বর্ণনায় উল্লেখ করা হয়- মৌজা- ইসলামপুর, আরএস জেএল নং-৭৩, আরএস ফাইনাল খতিয়ান নং-২৫৪, আরএস দাগ- ২৫০১,২৫০২,২৫০৩, এরিয়া- (৩৭) সাইত্রিশ শতক আমন রকম ভূমিতে জবর দখলে আছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লাল চাঁন জানান, এই জায়গাটা আমি প্রথমে কামাল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম। কিন্তু পরে অন্য একজন এসে তার জায়গা দাবি করেছে। বিষয়টি কামালকে জানিয়ে দাবি করা অপরপক্ষের কাছ থেকে আবার চুক্তিনামা করে ভাড়া নিয়েছি।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ যাচাই করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স