অবৈধ সম্পদ
স্ত্রীসহ সাবেক ডিআইজি বাতেনের নামে মামলা
- আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:২০:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:২০:৪৯ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী নূর জাহান আক্তার হীরার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন বাতেন ও তার স্ত্রী নূর জাহান আক্তার হীরাকে আসামি করা হয়েছে। বাতেনের স্ত্রীর বিরুদ্ধে ৮৫ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ৪টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ডিআইজি আব্দুল বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ২৩ সেপ্টেম্বর বাতেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ