জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযেগিতা
- আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৯:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৯:৩৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি লাইব্রেরি পাবলিক লাইব্রেরিতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ বলেন- আমি সুনামগঞ্জে দীর্ঘদিন যাবত কর্মরত আছি। প্রথমে শিশু একাডেমির বারান্দায় এইসব প্রতিযোগিতা করে ফেলতাম। কিন্তু, সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে। শিশু-কিশোরদের শিল্প শিখায় অভিভাবকরাও সহযোগিতা করছেন। যা সত্যিই আনন্দের। এখন আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড় পরিসরে করছি। তিনি আরো বলেন, শিশুদের মেধা বিকাশের ব্যাতিক্রমী কৌশল এইসব শিল্পকলা। শিশুরা তাদের মনের মাধুরী দিয়ে চিত্র অঙ্কন করে ফুটিয়ে তুলে।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভ রায়, জেলা শিক্ষা অফিস পরিদর্শক সাইফুল ইসলাম, অধিকার-এর আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হক, চিত্রশিল্পী প্রান্ত চন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ