নাশকতার প্রস্তুতির অভিযোগ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজার থেকে গত রবিবার রাত সোয়া ১০টার দিকে মো. আবেদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার শান্তিপুর গ্রামে। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. আবেদ আলীকে গত রবিবার রাত সোয়া ১০টার দিকে গোলকপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ