দোয়ারাবাজারে প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল
- আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩২:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩২:৪৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোনাপুর মাঝপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে সাবেক ইউপি সদস্য ইশাদ আলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল নজির আহমদ রাজু’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, সমাজসেবক ওলিউর রহমান, মাওলানা মুজিবুল হক, মাওলানা শাহীন আহমদ মানসুরী, মাওলানা একেএম ফরিদ আহমদ, মাওলানা আবদুল হক, ইউপি সদস্য আলী হোসেন, সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল আলী, গিয়াস উদ্দিন, আফতাব উদ্দিন, ফজির আহমদ, আসকন আলী, তেরা মিয়া, আব্দুল হক, সুজন মিয়া, আবুল বশর, সোনা মওয়া, সদ্দুনুর, বাতির আলী, ছায়েদ মিয়া, সমুজ আলী, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন, ফখর উদদীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিফ, আব্দুল হান্নান প্রমুখ। এসময় বক্তারা প্রবাসীসহ সর্বস্তরের মুরদেগানদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ