সুনামগঞ্জ , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা

সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪২:১৮ পূর্বাহ্ন
সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, বিগত ১৭ বছর বিএনপির অনেক নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি তাদের শ্রদ্ধা জানাই। যাঁরা আওয়ামী দুঃশাসনের নির্যাতিত ছিলেন তাদের মূল্যায়ন করতে হবে। আগামীতে দলের সকল পর্যায়ে তাদের স্থান সামনের সারিতে হবে। সোমবার শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রওশন খান সাগরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছেন। গ্রামীণ কোন্দল আর দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছেন। আমি এই শান্তিগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। শান্তিগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্যে যা যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা করা হলে দেশ স্থিতিশীলতা ফিরে আসবে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সাথে সাথেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। দেশের সব সমস্যার সমাধান হবে। কয়ছর এম আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক সরকার দেশকে শোষণ করেছে। জুলাই আগস্টের পরে মাফিয়া সরকারের পতন হয়েছে। পতন হওয়ার পর যেভাবে অন্যায় অরাজকতা চলছে এটা ঘুচাতে হলে সংস্কার সংস্কার না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। নির্বাচন দেরি হলে জটিলতা বাড়বে। তাই আমাদের আহ্বান দেশ একটি গণতান্ত্রিক সরকার চাচ্ছে। দেশের মানুষ চায় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। মানুষ কারাগার থেকে মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে এসেছে আংশিক বিজয়। পুরোপুরি বিজয় হবে যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানাই। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আনছার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ স¤পাদক মামুনুর রশীদ কয়েস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে

সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে