বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়কের জামিন
- আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন পুলিশের গ্রেপ্তারের ১০ ঘণ্টা পরে জামিন পেয়েছেন। রোববার ভোর ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে এ দিন বেলা ৩টার দিকে তার জামিন হয়।
রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে আক্তার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়। আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলের মারামারির ঘটনায় শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলা করেন। সেই মামলার ৩ নম্বর আসামি আক্তার হোসেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ