সুনামগঞ্জ , শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জাতীয় গণহত্যা দিবস পালিত

বেতগঞ্জে মালিকানাধীন স্থাপনা ভেঙে রাস্তা নির্মাণ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
বেতগঞ্জে মালিকানাধীন স্থাপনা ভেঙে রাস্তা নির্মাণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার সংলগ্ন মালিকানাধীন স্থাপনা ভেঙে আলহাজ্ব জমশেদ-আছিয়া মহাবিদ্যালয়ের রাস্তা নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর রেকর্ডীয় মালিকের নির্মাণাধীন স্থাপনার লিন্টারের সাটারিং ভেঙে ফেলে শামীম আহমদ নামের এক যুবক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত সদর মডেল থানার এস.আই মিজানুর রহমান ওই যুবককে আটক করেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, এই রাস্তার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষ ওই রেকর্ডীয় ভূমি থেকে কৌশলে সাড়ে ৬ ফুট ভূমি নিয়ে মাটির রাস্তা নির্মাণ করেছেন। পরবর্তীতে রাস্তা প্রশস্ত করার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে আরও ৪ ফুট জায়গা দেয়ার জন্য রেকর্ডীয় মালিকের কাছে দাবি জানান। রেকর্ডীয় মালিক স্থাপনা ভেঙে না দেয়ায় মহাবিদ্যালয় পক্ষের লোক শামীম আহমদ লিন্টারের সাটারিং ভাঙচুর করে। ভূমির রেকর্ডীয় মালিক ইসমাইল আলী ও মবশির আলীর ওয়ারিশানগণ জানান, জেএল নং-৯৩, পশ্চিম সিন্নাতপুর মৌজার আরএস খতিয়ান নং-৭৩২৭, দাগ নং-৪৬৯৭, পরিমাণ-১২ শতক ভূমি রয়েছে। মহাবিদ্যালয়ের রাস্তার পাশে এই ভূমি থাকায় আরও ৪ ফুট মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ জোরে নিতে চায়। তখন আমাদের ভূমির সীমানা প্রাচীরে লিন্টার টেনে নিতে সাটারিং করা হয়। এতে স্থানীয় কয়েকজন স্থাপনা ভেঙে ফেলেন। এখন রাস্তা ও স্থাপনার কাজ বন্ধ রয়েছে। কলেজ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, তাদের ভূমির সীমানায় আমরা ১০ ফুট রাস্তা চেয়েছি। রেকর্ডীয় মালিকেরা ছাড়তে চায় না। তারা ৬ ফুট রাস্তা রেখে পিলার স্থাপন করে ফেলেন। কলেজের অন্য সব রাস্তার জায়গা দিয়েছেন পাশের জমির মালিকগণ। ঘটনাস্থলে উপস্থিত হোসাম উদ্দিন ও জয়নাল আবেদীন বলেন, পশ্চিম দিকে অন্যের জমি থেকে আমাদেরকে ৪ ফুট জায়গা লিখিতভাবে দিলে আমরা পূর্বদিকে ৪ ফুট জায়গা ছেড়ে দেবো। ৪ ফুট জায়গা দিতে পাশের ভূমির মালিকও রাজি ছিলেন। কিন্তু চেয়ারম্যান সাহেব একেক সময় একেক সিদ্ধান্ত নেওয়ার কারণে বিষয়টি স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। ওই রাস্তা নির্মাণ নিয়ে যে কোন সময় অঘটনের আশঙ্কা রয়েছে। মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, মহাবিদ্যালয় রাস্তার জন্য ৪ ফুট ভূমি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে হঠাৎ ঝামেলার সৃষ্টি হয়। এখন সমাধানের চেষ্টায় আছি। সদর মডেল থানার এস.আই মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৃঙ্খলা ভঙ্গের জন্য শামিম আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, আর্শাদ আলী, আলী হায়দার, হেলেন মিয়া, লিটন মিয়া, শামীম মিয়া, আঙ্গুর আলম, হোসাম উদ্দিন, জয়নাল আবেদীনসহ পুলিশ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স