সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণœ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

নেক্সট বাংলাদেশ উইদাউট আ.লীগ : হাসনাত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৭:৩০ পূর্বাহ্ন
নেক্সট বাংলাদেশ উইদাউট আ.লীগ : হাসনাত
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের মত পার্থক্য হবে, আমাদের পলিসি নিয়ে আলোচনা হবে। আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। নেক্সট বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা বলেন তিনি। হাসনাত বলেন, আমরা সন্দেহের চোখে দেখছি, বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে কিন্তু ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনগুলোতে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে এখনও পর্যন্ত ২ হাজার শহীদের রক্তের দাগ শুকায়নি, শাপলা হত্যাকা-ের বিচার হয়নি, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে কোনও ইনক্লুসিভ নির্বাচন হবে না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা ক্যান্টনমেন্টেই থাকেন মন্তব্য করে হাসনাত বলেন, আমরা আপনাদের শ্রদ্ধা জানাই। কিন্তু গত ১৬ বছর আপনারা রাজনীতিতে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, ক্যান্টনমেন্টের বিভিন্ন দফতর উপদফতরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে নোংরা হস্তক্ষেপ করেছেন। ২৪-পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। তিনি সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনারা কোথায় ছিলেন? গত ১৬ বছরে দেশে কত গুম, খুন, হত্যা হয়েছে, জুলুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোনও জেনারেলকে দেখিনি পদত্যাগ করতে। একজনেরও কী মেরুদ- ছিল না? আমরা বিনয়ের সঙ্গে আপনাদের আহ্বান জানাবো, আমরা একটি প্রোপার ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি ন্যূনতম সংস্কার প্রক্রিয়া শেষে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে চাই। সেই পথে আপনারা বাধা হবেন না। তিনি বলেন, আপনারা আওয়ামী লীগকে চিনতে পারেননি। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন। নিজের জীবন দিয়ে তিনি সেই দায় মিটিয়েছেন। জামায়াত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল। নিজ নেতাকর্মীদের জীবন দিয়ে জামায়াতকে সেই দায় মেটাতে হয়েছে। ২০২৪ সালে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, আগামী ১০০ বছর ধরে সেই দায় আমাদের মেটাতে হবে। হাসনাত বলেন, আওয়ামী লীগ পালিয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর কোথাও ইতিহাস নেই - গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, তাদের আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে ৫ আগস্ট। সেদিনই চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, আদর্শ এদেশে রাজনীতির অধিকার হারিয়েছে। সরকারের কাছে আহ্বান এখনও আমরা আওয়ামী লীগের বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখতে পাইনি। আমরা কোনও নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই না। আওয়ামী লীগ কৃতকর্ম গুম, খুন, হত্যার যদি সেগুলোর বিচার করতে পারেন তাহলে আগামী ৩০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসবে না। তিনি বলেন, দশটা ফেরাউন, দশটা নমরুদকে একত্রিত করলেও একটা হাসিনা হবে না। দশটা নমরুদের থেকেও ভয়ঙ্কর একটা হাসিনা। বাংলার মাটিতে যতদিন হাসনাত আব্দুল্লাহ আছে, যতদিন এনসিপি আছে ততদিন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের কোনও দল নয়। এটা ভারতীয় দল। এই দল বাংলাদেশে থাকতে পারে না। এই দল বাংলাদেশের জন্য আইডেন্টিটি ক্রাইসিস। পুনর্বাসন বলে কোনও শব্দ আওয়ামী লীগের জন্য বাংলাদেশে থাকবে না। যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, বুঝতে হবে তারা আওয়ামী লীগের থার্ড-ফোর্থ টিম হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক আদালতে হবে। এনসিপি নেতা মাহিন সরকার বলেন, আমরা এখনও জুলাইকে ভুলিনি। একমাত্র জুলাইয়ের শক্তি আছে আওয়ামী লীগের নিশানা বাংলাদেশ থেকে মুছে দেওয়ার। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকা- ঘটিয়েছে, শাপলা হত্যাকা- ঘটিয়েছে আমরা সেসব হত্যাকা-ের বিচার চাই। নাৎসি পার্টির থেকে ভয়ংকরতম দল এই আওয়ামী লীগ। তারা বাংলাদেশে রাজনীতির অধিকার হারিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা

ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা