সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জাতীয় গণহত্যা দিবস পালিত তাহিরপুরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৫ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান স্ত্রীসহ সাবেক ডিআইজি বাতেনের নামে মামলা সন্জীদা খাতুন আর নেই শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা, আহত ১৫ ‘খুন’ হচ্ছে হাওরের নদ-নদী-খাল শান্তিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

শান্তিগঞ্জে হাওরের বুকে রাস্তা চান কৃষকেরা

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:১৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:১৩:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে হাওরের বুকে রাস্তা চান কৃষকেরা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ‘হাওরের বুক চিড়ে রাস্তা নির্মাণ’ শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সেই সড়ক পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে স্থানীয় কৃষক ও জনতার সাথে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হাসনাবাদ হতে ডুংরিয়া পর্যন্ত সাংহাই হাওরের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করেন তাঁরা। পরে স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্ত কৃষদের বক্তব্য শুনেন। কৃষক ও স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষদের একই দাবি হাওরের বুকে রাস্তা হোক। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করলে কৃষকরা উপকৃত হবেন। পরে কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে লিখিত ও মৌখিক বক্তব্য শুনেন। এসময় অধিকাংশ কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সাংহাইর হাওরের মধ্যখান দিয়ে নির্মিত রাস্তায় হাওরের পানি নিষ্কাশনের জন্য একটি বড় ব্রিজ নির্মাণ করা প্রয়োজন, কৃষকদের হাওরে উঠা এবং নামা ও ধান রাখার জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে এবং আবুরা (সারা বছর) চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা। কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক (পিডি) মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সহ স্থানীয় কৃষক জনতা। উল্লেখ্য, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অথার্য়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় সাংহাই হাওরে এই সড়ক নির্মাণকাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। গত বছরের মার্চে এই হাওরে সড়কের কাজ শুরুর পরই পানি চলে আসায় কাজ বন্ধ হয়ে যায়। আবারও এক বছর পর মার্চের শুরুতেই হাওরে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ১৯ মার্চ ‘হাওরের বুক চিড়ে নির্মাণ হচ্ছে সড়ক’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স