ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:০৯:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:০৯:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব মিয়া গ্রেফতার হয়েছে। তিনি তাহিরপুর থানাধীন দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।
বৃহ¯পতিবার দিবাগত রাত (২১ মার্চ) ২টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে হাবিব মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাবিব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-২৭/১৯ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এই অভিযানে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, এসআই শরীফুল, এসআই আমীর উদ্দিন এবং এএসআই জিয়াউর রহমান-১সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ