ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট ছয় থানার ওসি বদলি কমিশনকে নজরে রাখবে রাজনৈতিক দলগুলো সালমান-আনিসুল হক ফের রিমান্ডে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা দেবে জার্মানি হাওরকে বাঁচতে দিন আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর “অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, তবে তা সীমাহীন নয়” ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ পদ হারিয়ে যুক্তরাজ্যে ফিরছেন আ.লীগ নেতারা সাবেক ৩ সিইসি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রধান বিচারপতির ১২ নির্দেশনা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বিবেচনার অনুরোধ

শান্তিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে থানায় অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে থানায় অভিযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার মুলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছে সংগঠনটি। বুধবার দুপুরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজির বাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস আলী বাদী হয়ে অভিযুক্ত ৩ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার পর শান্তিগঞ্জ প্রেসক্লাব নামক গণমাধ্যমকর্মীদের সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সকল গণমাধ্যমকর্মীরা সত্য, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও জনগণের অধিকার আদায়ে সংবাদপত্রে মতপ্রকাশ করে আসছেন। সম্প্রতি একটি দুষ্কৃতিকারী মহল শান্তিগঞ্জ প্রেসক্লাবের মূলধারার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অভিযুক্ত তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা অভিযুক্তরা অপপ্রচার ও আক্রমনাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে এবং অজ্ঞাতনামা বিবাদীগণও কমেন্টে মিথ্যা বানোয়াট অপপ্রচার করতে থাকে। অভিযুক্তরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সজিব মিয়া (৪০), একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে সাজল মিয়া (৪৫) ও ছয়হারা গ্রামের মৃত তারিফ মিয়ার ছেলে রায়হান কবির। শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস আলী বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিল। অভিযুক্তরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করায় অভিযোগ দায়ের করেছি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স