বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
- আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৪৬:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:৪৬:০৯ পূর্বাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা তৌফিকুর রহমান জাহেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে দিরাই-মদনপুর সড়কের বাগবাড়ি সংলগ্ন দিরাই ফায়ার সার্ভিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। জাহেদ রফিনগর ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের ফজলুর রহমানের বড় ছেলে।
স্থানীয়রা জানান, দিরাই থেকে ছেড়ে আসা বাস ও নিজবাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে দিরাই যাওয়ার পথে ফায়ার সার্ভিসের সামনে এলে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ