সুনামগঞ্জ , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, ধাপে ধাপে এগোবে সরকার : উপদেষ্টা হাসান আরিফ সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমকে প্রার্থী ঘোষণা শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা ও প্রবাসীদের সংবর্ধনা দ্বিতীয় দিনেও মঞ্চ মাতালেন নাট্যকর্মীরা আমন ধানে হাসছে কৃষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা তুমি যে চেয়ে আছ আকাশ ভরে দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন দিরাই আইন-শৃঙ্খলা কমিটির সভা ধর্মপাশা কৃষি ঋণ কমিটির সভা এসএসসি’র টেস্ট পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা জাউয়াবাজারে কৃষক দলের কমিটি গঠন ছাতকে গৃহবধূর আত্মহত্যা জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা ধোপাজান-চলতি নদী : পথ বদলে চলছে বালু-পাথর লুট জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : শুনানি শেষ, রায় যে কোনো দিন অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে স্পেন পথনাটক উৎসব উদ্বোধন জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

সারাদেশে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৩:০২ পূর্বাহ্ন
সারাদেশে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি :: দেশব্যাপী শিক্ষকদের গায়ে হাত তোলা, হেনস্থা ও জোরপূর্বক পদত্যাগে বাধ্যকরাসহ শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল। কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদে অংশ নিয়ে শিক্ষকদের প্রতি সংহতি জানায়। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সুনামগঞ্জ সরকারি কলেজ, পৌর কলেজ, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বুধবার দুপুরে সুনামগঞ্জ হোসেন বখত চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্চনার বিরুদ্ধে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নামেন। পরে তারা বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনাসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে ‘শিক্ষকদের রক্ষা করো, শিক্ষকদের মর্যাদা রক্ষা করো, শিক্ষকদের অবমাননা সইবোনা’সহ নানা স্লোগান দেন। আলোচনাসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের অন্যতম সমন্বয়ক ইমন দোজা তার বক্তব্যে বলেন, সারাদেশে শিক্ষকদের হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। কোনও শিক্ষক যদি স্বৈরাচারের দোসরও হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন আছে। আমরা শিক্ষার্থীরা যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করে আইনী দাবি জানাতে পারি। কোনভাবেই আমরা একজন শিক্ষকের গায়ে হাত তোলতে পারিনা। কিন্তু আমরা দেখছি জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে। গাছের সঙ্গে বেধে, জুতার মালা পড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, এসব দেখে মনে হচ্ছে আমরা শিক্ষকদের মর্যাদা ভুলে যাচ্ছি। তাই কোনভাবেই কোনও শিক্ষার্থী যাতে শিক্ষকদের উপর হাত তোলতে না পারে এবং তাদেরকে নির্যাতন করতে না পারে এজন্য আমরা তাদের পক্ষে আছি। আরেক সমন্বয়ক পৌলমী হাসান তার বক্তব্যে বলেন, সারাদেশে কিছু বিপৎগামী শিক্ষার্থী শিক্ষকদের উপর হাত তোলছে। কোনোভাবেই আমরা আইন নিজের হাতে তোলে নিতে পারিনা। শিক্ষককে মর্যাদার আসনে রাখতে হবে উল্লেখ করে পৌলমী হাসান বলেন, শিক্ষকদের লাঞ্ছনা, অপমানিত ও অশ্রদ্ধা করে কোনভাবেই রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। সুনামগঞ্জ এসসি গার্লস হাইস্কুলের ছাত্রী উম্মে মহুয়া তার বক্তব্যে বলেন, এই শিক্ষকরাই আমাদের গড়ে তোলছেন। জাতিগঠনের কারিগর হচ্ছেন তারা। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর সারাদেশে শিক্ষকদের উপর হামলা-নির্যাতন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারছিনা। এ কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছি। যারা শিক্ষকদের অপমান ও লাঞ্চিত করছে আমরা তাদের বিরুদ্ধে। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য