সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান
কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে

তাহিরপুরে ব্র্যাক অ্যাগ্রোর অবহিতকরণ সভা ও ইফতার

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৫:১৮ অপরাহ্ন
তাহিরপুরে ব্র্যাক অ্যাগ্রোর অবহিতকরণ সভা ও ইফতার
স্টাফ রিপোর্টার ::
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিওনের আয়োজনে এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ব্র্যাক এরিয়া অফিসে অবহিতকরণ সভা পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১মার্চ) বিকেলে উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র বাদাঘাট বাজারের বিএডিসি অনুমোদিত সার, বীজ ডিলার ও আমদানিকারক মো. নুর মিয়ার সভাপতিত্বে ও ব্র্যাক সিডের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের টেরিটোরি সেলস অফিসার মো. কবির হোসেনের সঞ্চালায় অনুষ্ঠিত ইফতার পূর্ব অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক সিডের হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।
এ সময় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও যুবদল নেতা আমির শাহ্, ব্র্যাক বাদাঘাট শাখা ব্যবস্থাপক মো. শাহ জালাল, (মাইক্রো ফাইন্যান্স দাবি), ব্র্যাক সিডের বাদাঘাট এরিয়ার ডিস্ট্রিবিউটর মো. মোশাররফ হোসেন। খুচরা বিক্রেতা মো. সামাইয়ুন কবির, মো. আবুল কালাম আজাদ, মো. রফিকুল ইসলাম, আবুল বাসার, বোরহান উদ্দিন, মহররম আলী, মো. শাওন, আলী হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মতবিনিময় সভায় কৃষক ও ব্যবসায়ীগণ ব্র্যাক সিডের শক্তি-২ ও ব্র্যাক ধান-১, শেফা ঝিঙা, তরি বেগুনের অভাবনীয় ফলন সম্পর্কে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
কৃষক মো. আক্তার মিয়া বলেন, তার জমিতে আবাদকৃত যুবরাজ জাতের ভুট্টা চমৎকার ফলন দিয়েছে। এসময় তিনি সবাইকে ভূট্রার পরিপক্ব মোচা প্রদর্শন করেন।

বাদাঘাট ইউনিয়নের জৈতাপুরের কৃষক আবদুর নূর ও মজিবুর মিয়া তাদের বক্তব্যে, কৃষকের চাহিদা পূরণের কথা জানিয়ে ব্র্যাক সিডের বীজ ও আলুর সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ জানান সংশ্লিষ্টদের।

ব্র্যাক বীজের গুণগত মান এবং কৃষকদের উন্নয়নে ব্র্যাক সিডের ভূমিকা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, ব্র্যাক সিড কৃষকদের উচ্চফলনশীল ও মানসম্মত বীজ সরবরাহের মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। এছাড়াও আপনারা জানেন, কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্র্যাক সিডের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল