জেলা ছাত্রশিবিরের ইফতার মাহফিল
- আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের ইসলামিক সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে ছাত্র শিবির-এর সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ইমনদ্দোজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী, জেলা সৈনিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম রাহি, বাংলাদেশ ছাত্র জমিয়তের জেলা সেক্রেটারি আহমদ মারজান, ছাত্র মজলিসের জেলা সাধারণ স¤পাদক ফয়জুল্লাহ প্রমুখ।
এসময় বাংলাদেশ ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ