স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে গত ১০ মার্চ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ সহায়তা তুলে দেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি। বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আল আজাদের সঞ্চালনায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. রজব আলী, সহসভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশেদ আলম, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বণিক, কোষাধ্যক্ষ নিরঞ্জন রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলাই মিয়া, সদস্য আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. মিসবাহ উদ্দিন প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে মুহাম্মদ ফারুক আহমদ বলেন, আমাদের দুর্দিনে আপনারা এগিয়ে এসেছেন। এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বণিক কল্যাণ সমিতির সহায়তা প্রদান
- আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১০:২৩:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ