সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না : আরিফুল হক চৌধুরী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা চাই না : নাহিদ ইসলাম দিরাইয়ে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত তল্লাশি করতে ট্রাকে ওঠা পুলিশ সদস্যকে নিয়ে পালানোর চেষ্টা, দুই ডাকাত গ্রেফতার দিরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোনো তন্ত্র-মন্ত্র নয়, ইসলামী শাসন কায়েম হবে বাংলাদেশের ভূখন্ডে : ডা. আব্দুল কুদ্দুস শত্রুতার জেরে বিষ দিয়ে চার শতাধিক হাঁস হত্যা! হাওরে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে জীববৈচিত্র্য ভূমিকম্পের শঙ্কায় কাগুজে প্রস্তুতি বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি নিখোঁজ সন্তানের সন্ধান চায় পরিবার টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন : খন্দকার মোশাররফ শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রি : আটক ১, দুই লক্ষ টাকা জরিমানা সংলাপ, সংস্কার ও রাজনৈতিক ঐকমত্য উদ্ধার হয়নি রণভূমির অস্ত্র ঈদের পর ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ স্বস্তির বৃষ্টিতে সতেজ বোরো ধানের চারা, কৃষকের মুখে হাসি পথে যেতে যেতে-পথচারী পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা শান্তিগঞ্জে নদী তীরের মাটি কেটে অবাধে বিক্রি

লম্বা ছুটির কবলে পড়ছে দেশ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১০:০৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:০৮:৫৭ পূর্বাহ্ন
লম্বা ছুটির কবলে পড়ছে দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২০২৫ সালের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ একদিন অফিস খোলা। ২৮ মার্চ শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহ¯পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার একজন কর্মকর্তা জানান, কেউ শুধু ৩ এপ্রিল ছুটি নিতে পারবেন না। এ ক্ষেত্রে ৩ এপ্রিলের সঙ্গে পরবর্তী দুদিন (৪ ও ৫ এপ্রিল) ছুটি নিলে কেউ ২৯ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন। একইভাবে কেউ শুধু ২৭ মার্চও ছুটি নিতে পারবে না, এ ক্ষেত্রে কেউ ২৬ ও ২৭ মার্চ দুদিন ছুটি নিলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন ছুটি কাটাতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স