সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নিবে না : কয়ছর এম আহমেদ জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে সংকট মোকাবিলায় প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫৪,৮৫৪ পশু বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ আ.লীগ নেতার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ পথে যেতে যেতে : পথচারী সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

স্বৈরশাসক ফিরে আসার সমস্ত পথ বন্ধ করতে হবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৯:০৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৯:০৭:০২ পূর্বাহ্ন
স্বৈরশাসক ফিরে আসার সমস্ত পথ বন্ধ করতে হবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তাঁরা অনেকগুলো ফরমেটে দেশ সংস্কারের কাজ করছেন। আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আমরা সব দল মিলে তাদেরকে পরামর্শ দিচ্ছি। অবশ্যই একটি সুন্দর দেশ, জাতি, রাষ্ট্র গঠনের জন্য কিংবা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ভালো ব্যবস্থাপনার প্রয়োজন। সেজন্য ফ্যাসিবাদ ফিরে আসার সমস্ত পথ করতে হবে, স্বৈরশাসক ফিরে আসার পথ বন্ধ করতে হবে। কিন্তু এটি শুধুমাত্র কিছুসংখ্যক সংস্কার দিয়ে সম্ভব নয়। মঙ্গলবার (১৮ মার্চ) শহরের পানসী রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা ৩০ পাড়ার কুরআন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রতি নামাজে বিভিন্ন সুরা পড়ি, ইমাম সাহেব পড়ে শুনান, আমরা শুনি। কুরআনের শিক্ষা যদি আমি আমার জীবনে কার্যকর করতে না পারি, এই শিক্ষা যদি আমাদের সমাজে কার্যকর করতে না পারি তাহলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, স্বৈরাচার ফিরে আসবে, লুটেরা ফিরে আসবে। এদের মাথাও টুপি ছিল, মুখে দাড়ি ছিল। সুন্দর সুন্দর কথা বলেছেন, বিভিন্ন নীতিকথা শুনিয়েছেন। কিন্তু বাস্তবে তার কিছুই করেন নি। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে যে-কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিগত প্রায় ১৬ বছর দেশে আওয়ামী-বাকশালীদের অপশাসন-দুঃশাসন চলেছে। মাফিয়াতান্ত্রিক সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে প্রায় অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। সংবিধান ও আইনের তোয়াক্কা না করে সবকিছু করা হয়েছিল গায়ের জোরে। পরিকল্পিতভাবে দেশ ও জাতিসত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছিল দীর্ঘ পরিসরে। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে সে অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা এখন অতীত ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আলোচনা সভায় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান-এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ নূরুল আলমের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি পলাশী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ। এসময় মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এমদাদুর রহমান। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ খান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামীর নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে