প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের মানববন্ধন
বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি
- আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:০০:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:০০:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৮ মার্চ) শহরের ষোলঘরস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এআই টেকনিশিয়ানরা। মানববন্ধনে বক্তারা তাদের দীর্ঘদিনের বকেয়া ভাতা পরিশোধের দাবি জানান। এছাড়া, তারা তাদের চাকরি রাজস্বকরণেরও দাবি জানিয়েছেন।
বাংলাদেশ প্রাণিস¤পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুজ্জামান লিটন, ফারুক আহমেদ, রেজা মিয়া, আলাউদ্দিন, জহিরুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
৭ দফা দাবিগুলো হল- ১. এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে। ২. একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচ, যথাযথ প্রক্রিয়া বিহীন প্রশিক্ষণ) বাতিল করতে হবে। ৩. এতগুলো বেসরকারি কো¤পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করতে হবে। ৪. এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। ৫. সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিস¤পদ অফিস, জেলা প্রাণিস¤পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। ৬. বেসরকারি এআইটি কর্মীদের উপজেলা প্রাণিস¤পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে। ৭. সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ