সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

জামালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রোজা রাখবে মহান আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমজান নাজিল করা হয়েছে মুত্তাকী হওয়ার জন্য। রোজা অন্য যে কোন এবাদতের চেয়ে উত্তম। আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিব। কিয়ামতের কঠিন সময়ে আমাদের সুপারিশের প্রয়োজন পড়বে, ঐ সময়ে কোরআন ও রোজা সুপারিশ করবে। তিনি বলেন, আমরা সকলে মিলে দেশের জন্য দায়িত্ব পালন করব। বিগত দিনে জামালগঞ্জের যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি হয়নি। রতনে যতন করে অনেক বাসা বাড়ি বানিয়েছে, অবকাঠামোগত কোন উন্নয়ন জনগণের জন্য করেনি। সোমবার (১৭ মার্চ) জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ স¤পাদক মো. আবু নাবিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিস স¤পাদক নূরুল ইসলাম, মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা নায়েবে আমীর মো. ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মো. আতিকুল হক, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন সভাপতি মো. মোশায়েল আহমদ, বেহেলী ইউনিয়ন পূর্ব সভাপতি ইসমাইল, বেহেলী ইউনিয়ন পশ্চিম সভাপতি মো. আমিনুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা নূরুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো. সহিবুর রহমান, সাধারণ স¤পাদক আ.স.ম ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান (জনি), সাচনা বাজার ইউনিয়ন সেক্রেটারি মো. লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিব, ফেনারবাক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আ. সালাম, বেহেলী ইউনিয়ন পূর্ব সেক্রেটারি মো. জাহিদুর রহমান, পশ্চিম সেক্রেটারি মো. মাফিকুল ইসলাম, জামালগঞ্জ উত্তর সেক্রেটারি মো. আ. হান্নান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ