সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেয়া হবে : যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফ আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে গেল স্বামী চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে : হাসনাত আব্দুল্লাহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ বিষয়ে সভা অনুষ্ঠিত গোলা ভরে ধান তুলে স্বস্তিতে কৃষক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান অত্যন্ত বিনয়ী মানুষ ছিল মুবিন শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে স্মারকলিপি নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ১৩ মে ঈদে টানা ১০ দিন ছুটির প্রজ্ঞাপন জারি, বেসরকারি অফিসও বন্ধ দেশে ফিরলেন খালেদা জিয়া, বিএনপি দেখাল শক্তি-সমর্থন জুবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান জামালগঞ্জ-জয়নগর সড়ক এক যুগেও সংস্কার হয়নি : দুর্ভোগে লাখো মানুষ মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু

৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ১টি ট্রাক। সোমবার (১৭ মার্চ) ভোররাতে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ বিজিবি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিওপি কর্তৃক ২০০ ঘনফুট ভারতীয় পাথর ও একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউড়েরগড় বিওপি কর্তৃক ৭৪০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। টেকেরঘাট বিওপি কর্তৃক ১২০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। নারায়ণতলা বিওপি কর্তৃক ২১৫ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা। চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৯ কেজি ভারতীয় চিনি ও ২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩৬০ টাকা। অপরদিকে, পেকপাড়া বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। বাঙ্গালভিটা বিওপি কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৭৫০ পিস ভারতীয় ওড়না জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ডলুরা বিওপি কর্তৃক ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স