সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হয়নি রণভূমির অস্ত্র ঈদের পর ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ স্বস্তির বৃষ্টিতে সতেজ বোরো ধানের চারা, কৃষকের মুখে হাসি পথে যেতে যেতে-পথচারী পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা শান্তিগঞ্জে নদী তীরের মাটি কেটে অবাধে বিক্রি খোলা আকাশের নিচে পাঠদান কুরবাননগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান হাওরের শক্তি হিজল গাছ জগন্নাথপুরে মাটিবাহী ট্রাক্টরে রাস্তার সর্বনাশ জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০দফা দাবিতে মানববন্ধন দেশের ৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা ইসির ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া শেখ পরিবারসহ আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ : কয়ছর এম আহমদ দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে লক্ষণশ্রী ইউনিয়নে ইফতার মাহফিল জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সুনামগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিলে সুবিপ্রবি উপাচার্য

৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ১টি ট্রাক। সোমবার (১৭ মার্চ) ভোররাতে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ বিজিবি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিওপি কর্তৃক ২০০ ঘনফুট ভারতীয় পাথর ও একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউড়েরগড় বিওপি কর্তৃক ৭৪০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। টেকেরঘাট বিওপি কর্তৃক ১২০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। নারায়ণতলা বিওপি কর্তৃক ২১৫ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা। চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৯ কেজি ভারতীয় চিনি ও ২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩৬০ টাকা। অপরদিকে, পেকপাড়া বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। বাঙ্গালভিটা বিওপি কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৭৫০ পিস ভারতীয় ওড়না জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ডলুরা বিওপি কর্তৃক ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স