স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের দিরাই চাতল লম্বা বিল উন্নয়ন স্কিমের আওতায় পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, দিরাই চাতল লম্বা বিল উন্নয়ন স্কিমের আওতায় জলমহালের কোন অংশে বনায়ন না থাকায় সরকারি স্বার্থে মৎস্য অভয়াশ্রম সৃজনের উদ্দেশ্যে বনায়ন ও পুনঃখনন করার প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের তদন্তপূর্বক খনন ও বৃক্ষরোপণের জন্য জেলা প্রশাসক মহোদয় অনুমতি প্রদান করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কাজী, উপজেলা ভূমি অফিসের নাজির মো. ছবির হোসেন, অফিস সহায়ক মো. রজব মাহমুদ অন্তর, বিলের ইজরাদারসহ গণমাধ্যমকর্মীগণ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কাজের উদ্বোধন
- আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৪:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৫:১৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ