ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত সীমান্তে পিঠ দেখাবেন না : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ ভাবমূর্তি গড়ার চেষ্টায় বিএনপি আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন নিয়ে গুজব খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি শুরু দোয়ারাবাজার উপজেলা পরিষদ : সিও শফিকুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীতকে কটাক্ষের প্রতিবাদে ৪৮ নাগরিকের বিবৃতি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মানুষের দুঃখ-দুর্দশা থাকবে না” মানববন্ধনের পর শাহপরাণ মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩ সালিশে বিরোধ নিস্পত্তি, অতঃপর প্রতিপক্ষের ওপর হামলা দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮টি শেভ মেশিন, ৪টি বাল্কহেড জব্দ শান্তিগঞ্জে ইউপি সদস্যের মৃত্যু : পরিকল্পিত হত্যা বলছে পরিবার সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক, ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর ভাইকে নিয়ে স্মৃতিচারণ গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট কুরবাননগরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চলছে বিশেষ অভিযান : বালুখেকো ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৪:১৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৪:১৪:৫০ অপরাহ্ন
চলছে বিশেষ অভিযান : বালুখেকো ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ
শামস শামীম :: সুনামগঞ্জ পুলিশ বালু-পাথর খেকোসহ চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে শুরু করেছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু, বালু উত্তোলনে নিয়োজিত নৌকা, ভারতীয় চিনির বস্তাসহ অবৈধকাজে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। ২৬ আগস্ট রাত থেকে ২৭ আগস্ট মঙ্গলবার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত বালু, পাথর, চিনি ও উপকরণের মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা। সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়াসেল সূত্রে জানা গেছে, তাহিরপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন ও এসআই আবুল কালাম চৌধুরী সোমবার রাত ১২টায় তাহিরপুর থানার রামজীবনপুর পা-ব নদীতে ৭টি স্টিলবডি নৌকা জব্দ করেন। প্রতিটিতেই বালুভর্তি ছিল। ৭টি নৌকাতে প্রায় ১ হাজার ৯০০ ফুট বালু ছিল। এসব বালু অবৈধভাবে তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটা থেকে উত্তোলন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে বালুভর্তি ৭টি স্টিলবডি নৌকা জব্দ করে। জব্দকৃত মালামাল ও পণ্যের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। এসময় নৌকায় থাকা ১৩জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন তাহিরপুরের তোফায়েল মিয়া, শাহিবুর রহমান, সাইদুল ইসলাম, সাহাবুল ইসলাম, শাকিনুর, জোনায়েদ মিয়া, জনিক মিয়া, রাসেল মিয়া, আজাদ মিয়া, আলী নেওয়াজ, পারভেজ মিয়া, বিশ্বম্ভরপুর থানার বসর মিয়া। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সোমবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের এসআই এসএম ওয়াসিমুল ইসলাম ও এএসআই আব্বাস এই অভিযান পরিচালনা করেন। এসময় চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তাছাড়া একটি বাল্কহেড নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশের মিডিয়া সেল। এসময় তাহিরপুর থানার এবাদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ধোপাজান নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত বালু-পাথর ভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এদিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশ চালবন বিশেষ অভিযান পরিচালনা করে চিনি চোরাচালানে জড়িত ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। পৃথক অভিযানে তাদের কাছ থেকে ২৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুরের মোশারফ হোসেন, আফাজ উদ্দিন, খোরশেদ আলম, সুনামগঞ্জ সদর উপজেলার রুবেল মিয়া ও বিশ্বম্ভরপুর উপজেলার হাবিবুর রহমান। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিও উদ্ধার করা হয়। জব্দকৃত চিনির মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। সুনামগঞ্জ পুলিশ সুপার এমএন মোর্শেদ বলেন, গত দুদিন ধরে নদীতে অবৈধভাবে বালু পাথর আহরণের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। তাহিরপুরে সেনাসদস্যদেরও সহায়তা নেওয়া হয়েছে। তবে এই অবৈধকাজ রাতেই বেশি হওয়ায় অভিযান চালানো ঝুঁকিপূর্ণ। তারপরও আমরা অভিযান চালাচ্ছি। অভিযানে বালু, পাথরসহ এর সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করছি। একই সঙ্গে চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত

মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত