জয়নগরে ৯ বছরের শিশুকে ধর্ষণ
- আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৪:১২:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১১:৩১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগরে প্রতিবেশী কর্তৃক ৯ বছরের কন্যা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানাযায়, শিশুটি গত সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ির আঙিনা সংলগ্ন রাস্তার পাশে খেলা করছিল। এসময় এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে আবুল কালাম (৪০) মেয়েটিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটি পরিত্যক্ত দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে আবুল কালাম পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক রয়েছে বলে জানিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ