শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসনাত
- আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪৭:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪৭:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামের সন্তান আবুল হাসনাত। গত ১৪ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদক স্বাক্ষরিত কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়। আবুল হাসনাত সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে কাজ করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবুল হাসনাত বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সংগঠনের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে শাবিপ্রবি’র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ