সুরমা নদী যেন ভাগাড়
- আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের পাশ দিয়ে বয়ে চলেছে সুরমা নদী। বিভিন্ন স্থানে নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে অবাধে। এতে করে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে সুরমা নদী। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
সুনামগঞ্জ শহরের সবজির বাজার এলাকায় নদীর তীরে, লঞ্চঘাট ও ফেরিঘাটে, জেলরোড ও ফেরিঘাটে, জগন্নাথবাড়ি এলাকার নদীর তীরে, সুরমা মার্কেট, মধ্যবাজার এলাকায় নদীর তীরে, চাঁদনীঘাট নদীর তীর ও ফেরিঘাটে, পশ্চিম বাজার নদীর তীর, আরপিননগর, উকিলপাড়া, ষোলঘর এলাকায় নদীর তীরে ময়লার ভাগাড় টিলায় পরিণত হয়েছে।
শহরের অসচেতন বাসিন্দারা প্রতিদিন নদীর তীরজুড়ে বাসা বাড়ির ময়লা, হোটেল-রেস্টুরেন্টের ময়লা, সবজি বাজারের ময়লা, মাছ বাজারের, মোরগের বাজারের ও মাংসের বাজারের ময়লা-আবর্জনা, এমনকি কমিউনিটি সেন্টারের ময়লা-আবর্জনা ফেলে দিচ্ছেন।
পথচারী আব্দুল ছোবহান বলেন, নদী তীর সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে গেলে দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। এসব ময়লা-আবর্জনা অপসারণ করা না হলে পরিবেশ দূষিত হবে।
অপর পথচারী সঞ্জিত কুমার দে বলেন, বাসা-বাড়ি ও হোটেল রেস্টুরেন্টের আবর্জনা ফেলায় নদীর পানি ও পরিবেশ দূষণ হচ্ছে। চারিপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। এগুলো অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি যারা আবর্জনা ফেলে সুরমা নদীকে হত্যা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার।
ফেরি যাত্রী শাহজাহান উদ্দিন বলেন, ময়লার দুর্গন্ধে ফেরিতে উঠলে বমি আসে। পেটের পীড়া দেখা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো প্রতিরোধ করা দরকার।
শেখ সুরত আলী বলেন, আবর্জনার দুর্গন্ধ রাস্তায় চললেও নাকে লাগে। কেউ এ নিয়ে ভাবেন না। শিক্ষার্থী, রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষ রাস্তায়, ফেরিতে চলাফেরা করেন। এসব ময়লা অপসারণের দাবি আমাদের।
ষোলঘর এলাকার বাসিন্দা কবির আহমেদ বলেন, সুরমার তীর আগে অনেক সুন্দর ছিল। কিন্তু স্থানীয় অসচেতন লোকজন নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলছেন আর প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে নদীর তীর দখল করছেন। এভাবে চলতে থাকলে খুব বেশিদিন সুরমা নদীকে বাঁচানো যাবে না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহমেদ নূর বলেন, দেশের অনেক নদী নাব্যতা হারিয়ে বিলুপ্ত প্রায় হয়েছে। আমাদের সুনামগঞ্জের সুরমা নদীতে এখনও আছে স্বচ্ছ পানি। আমরা এই নদীর পানি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে আসছি। এই নদীর পানি যাতে নষ্ট বা দূষণ না হয়, সেদিকে খেয়াল রেখে বর্জ্য অপসারণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
তিনি বলেন, নদীকে সুরক্ষিত রাখতে অবশ্যই সচেতনমহল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ নদীর কারণে হাজার লক্ষ পরিবার উপকার পাচ্ছে। পৌর নাগরিকসহ সকলে দায়িত্ব নিয়ে আবর্জনা ফেলা প্রতিরোধ করতে হবে এবং নদীকে বাঁচাতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ