শাপলা মসলা ও রাইস মিল সিলগালা ইট মিশিয়ে তৈরি করা হতো গুঁড়া মসলা
- আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৪১:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৪১:৪৬ পূর্বাহ্ন
 ছবি: প্রতিকী
                                 ছবি: প্রতিকী 
                     
                            
                               দিরাই প্রতিনিধি ::
দিরাই কলেজ রোডের শাপলা মসলা এন্ড রাইস মিলটি সিলগালা করা হয়েছে। ইট মিশিয়ে মরিচের গুঁড়া মসলা তৈরির দায়ে ওই মিলটি সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন অভিযানটি পরিচালনা করেন। এছাড়া ওইদিন তিনি  কলেজ রোডের বিভিন্ন ফার্মেসি, মুদিদোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ক্যাব দিরাইয়ের সভাপতি নাজমা বেগম, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমেদ, সাধারণ স¤পাদক নিয়াজ মাহমুদ রিপন প্রমুখ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন জানান, অভিযানকালে শাপলা মসলা এন্ড রাইস মিলে মরিচের গুঁড়ার সাথে ইটের লাল মাটি মেশানোর সত্যতা পেয়ে ওই মিল সিলগালা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় কলেজ রোডের সৈকত ফার্মেসিকে ৬ হাজার, সোয়েব সুপার শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিরণময়ী ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
তিনি আরও বলেন, শাপলা মসলা এন্ড রাইস মিল এবং কিরণময়ী ফার্মেসির মালিককে ২ সেপ্টেম্বর ভোক্তা অধিকার অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ে হাজির হয়ে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  দিরাই প্রতিনিধি
 দিরাই প্রতিনিধি  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                