মহান স্বাধীনতা দিবস উদযাপনে সভা
- আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:৪৫:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:৪৫:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত প্রমুখ।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। এই দিনগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত সকলে দিবস দুটি সফলভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ