সুনামগঞ্জ , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা

বিষণ্ণ মনে শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:০৬:৩৪ পূর্বাহ্ন
বিষণ্ণ মনে শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাকে বিষণ্ন মনে শিক্ষা মন্ত্রণালয় ত্যাগ করতে দেখা যায়। সোমবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মন্ত্রণালয়ের রীতি অনুযায়ী কোনও উপদেষ্টা বা মন্ত্রী পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তর করলে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু ড. এম আমিনুলের বিদায় ছিল সম্পূর্ণ ভিন্ন। মন্ত্রণালয়ে তার শেষ মুহূর্তে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, তার পিএস এমনকি তার দপ্তরের কোনও কর্মকর্তাও বিদায় জানাতে আসেননি। এককথায় অনেকটা নিভৃতে বিদায় নিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হলে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী অনেকটা অপ্রস্তুত হয়ে কথা বলেন। তিনি বিষণ্ন মনে সর্বস্বান্তের মতো মন্ত্রণালয় থেকে বের হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও তার কাছে কোনও ফাইল যেত না। অনেকটা হাজিরা দেওয়ার মতো রোল প্লে করতেন তিনি। নামকাওয়াস্তে তার এই পদ তাকে ব্যথিত করেছে। তিনি বিভিন্ন সময়ে আক্ষেপও করেছেন। এসব কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আরেকটি সূত্র বলছে, তিনি ভেবেছিলেন তাকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। এটা তার জন্য একটা অপমান। এই কষ্ট থেকে তিনি শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে যেদিন মন্ত্রণালয়ে বরণ করা হয় সেদিনও তিনি উপস্থিত ছিলেন না। পদত্যাগের পর প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পদত্যাগ বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সরকারের চাপ বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা - জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পদত্যাগ করে বড় কোনও দায়িত্ব নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাচ্ছি না। আমি পদত্যাগ করলেও কোনও না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে

সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে